যৌথ কবিতা সংকলন পঞ্চম খন্ড সম্পাদনা - গোপাল পাত্র অজস্র লেখা থেকে এক-১৮ জন কবি লেখা সংকলিত করে যৌথ কবিতা সংকলন (পঞ্চম খন্ড ) প্রকাশ করা হল এই তালিকার মধ্যে যেমন প্রবীণ এবং প্রথিতযশা কবি/ লেখকরা আছেন তেমনি প্রবীণ তেমনি নবীনেরও স্থান পেয়েছে যথাযোগ্যভাবে সেই সমস্ত উদীয়মান কবি/ লেখকরা হলেন - যৌথ কবিতা সংকলন পঞ্চম খন্ড কবি বৃন্দ.... ১)গোবিন্দ সিং ২)গীতা লোধ ৩) ফটিক ঘোষ ৪) মোঃ কোবির হোসেন ৫) রতন বসাক ৬)গোপা সরকার ৭)শ্যামলী চক্রবর্তী ৮) মোঃ গোলাম মোস্তফা ৯) স্বাগত ঘোষ ১০) চিন্ময় বিশ্বাস ১১) মহুয়া হাজরা ১২) স্বাগতা রায় ১৩) নদের চাঁদ হাজরা ১৪) শুভব্রত ব্যানার্জি ১৫) মতিবুল হক ১৬) দিলীপ সাঁতরা ১৭) মৌটুসী চৌধুরী ১ ৮) গোপাল পাত্র উপরিউক্ত সকল কবি/ লেখকেরসংক্ষিপ্ত পরিচয় এবং ছবি যোগ করা হয়েছে এই সংকলনটিতে ....
| Author: যৌথ কব
| Publisher: Pencil (One Point Six Technologies Pvt Ltd)